হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের ঐতিহাসিক মন্দাকিনী স্নান, তর্পন ও মেলা সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) এ উপলক্ষ্যে মন্দাকিনী মেলার শিব মন্দির চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,স্মার্ট বাংলাদেশের রুপকার বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। মানুষের কল্যানে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ করার নামই ধর্ম। দেশের মানুষ কেউ ইসলাম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, আবার কেউ বা খৃষ্টান ধর্মে বিশ্বাসী। মুলত প্রত্যেক ধর্মের মুল নীতি এক ও অভিন্ন। কোনো ধর্মেই অনৈতিক কার্যকলাপ সমর্থন করে না। মানবিক মুল্যবোধ ও মানবতা যাদের নেই তারা যেই ধর্মে বিশ্বাসী হউক না কেন তারা সঠিক ধর্মের অনুসারী নয়।
এ সময় তিনি আরও বলেন, মন্দাকিনী খালে স্নান ও খালের পার্শ্ববর্তী দুই পাড়ে চাষাবাদের সুবিধার্থে ৩০ কোটি টাকা ব্যয়ে রাবার ডেম করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। খালে প্রস্তাবিত রাবার ডেম হলে এলাকায় কৃষি কাজের সুবিধার সাথে মেলার দিন স্নান তর্পণে ও সুবিধা হবে এবং সনাতনী সম্প্রদায়ের মধুকৃষ্ঞ ত্রয়োদশদশী উপলক্ষে পূর্ণার্থীদের স্নান তর্পণের জন্য ৪০ লক্ষ টাকা ব্যয়ে মন্দাকিনী খালে ঘাটলা করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন অশোক কুমার নাথ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মনজুরুল আলম।
মেলা উদযাপন পরিষদ ও যুবলীগ নেতা ছোটন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজন। স্বাগত বক্তব্য রাখেন মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল। পূর্বাহ্নে প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মন্দাকিনী খালে স্নানের জন্য নির্মিত ঘাটলা পরিদর্শন করেন।