হাটহাজারীর মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিন বই উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ জানুয়ারী) উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন ‘মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়’ মাঠে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিকা রত্মম মান্না। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ- সভাপতি আবদুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।
শিক্ষক নয়ন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে আলপনা বড়ুয়া, ফাতেমা খানম, সুলতা রানী ধর, তানজিনা ইয়াছমিন, তাহমিনা নাছরীন,বিজয়া বড়ুয়া ও জান্নাতুন নুরাইন প্রমূখ।