হাটহাজারী উপজেলার মেখলে ডামি নির্বাচন বর্জন ও ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারী) বিকালের উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও মেখল ইউনিয়ন বিএনপির সম্পাদক জিএম সাইফুল এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল এর নির্দেশে ওই চারাবটতল এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও মেখল ইউনিয়ন বিএনপির সম্পাদক জিএম সাইফুল বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন। কেউ ৭ জানুয়ারি ভোট কেন্দ্র যাবে না। আপনি নিজেও যাবেন না, অন্যকেও যেতে বারণ করুন। এ নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ বিদেশিরা দেখছে কীভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে।”
লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় মেখল ইউনিয়ন ছাত্রদলের মো. ইয়াছিন আরফাত, আরমান আজিজ, মেখল ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো.সোহেল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের সদস্যরা সাথে ছিলেন।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিএনপিসহ সমমনা দলগুলোর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পুনরায় মঙ্গলবার থেকে শুরু হয়ে তিন দিন বাড়িয়ে বৃহস্পতিবার ৪ জানুয়ারী পর্যন্ত পালন করবে বলে সূত্রে জানা গেছে।