চট্টগ্রাম 1:31 am, Wednesday, 16 July 2025
সংরক্ষিত বনের গাছ কাটা

হাটহাজারীর ৩ ব্যক্তি বন মামলায় কারাগারে 

হাটহাজারী উপজেলার মন্দাকিনী বিটের সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে মূল্যবান সেগুন গাছ কেটে পাচার করার মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার (০৮ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.নুরুল হারুন এর আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- ০১) নাছির পিতা মৃত মকবুল হোসেন (০২) হারুনর রশীদ (কালু) পিতা মৃত নোয়া মিয়া (০৩) বাদশা আলম পিতা মোঃ ইউসুফ। তারা সকলে উপজেলার  ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের বাসিন্দা।

বন মামলা পরিচালক মো.সফিউল করিম মজুমদার জানান, ‘সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশ, গাছ কাটা ও পাচারের মামলার ৩ আসামি আদালতে জামিন আবেদন করেন, পরে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের মন্দাকিনী বিটের সরকারি সংরক্ষিত বনে আসামিরা অবৈধভাবে প্রবেশ করে সরকারি মূল্যবান সেগুন গাছ কাটা ও পাচারের অপরাধে মন্দাকিনী বিটের তৎকালীন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বন আইনের ৩৩(১ ক) (খ) ধারায় চট্টগ্রাম বন আদালতে পিওআর মামলা দায়ের করেন। যার নং ১৮৩/২০২৩ পিওআর নং ০৫/ মন্দা ১৩/ হাট অব ২০২৩-২৪। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন।সোমবার বিজ্ঞ আইন জীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত ৬ এর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোঃ নূরুল হারুন আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আসামীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে এমনকি দায়িত্বশীল কর্মকর্তারাও কিছু বলার বা করার সাহস পায়না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাটহাজারীতে এক দিনের ব্যবধানে আরেক দুবাই প্রবাসীর মৃত্যু

সংরক্ষিত বনের গাছ কাটা

হাটহাজারীর ৩ ব্যক্তি বন মামলায় কারাগারে 

Update Time : 01:16:31 am, Tuesday, 9 July 2024

হাটহাজারী উপজেলার মন্দাকিনী বিটের সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে মূল্যবান সেগুন গাছ কেটে পাচার করার মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার (০৮ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.নুরুল হারুন এর আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- ০১) নাছির পিতা মৃত মকবুল হোসেন (০২) হারুনর রশীদ (কালু) পিতা মৃত নোয়া মিয়া (০৩) বাদশা আলম পিতা মোঃ ইউসুফ। তারা সকলে উপজেলার  ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের বাসিন্দা।

বন মামলা পরিচালক মো.সফিউল করিম মজুমদার জানান, ‘সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশ, গাছ কাটা ও পাচারের মামলার ৩ আসামি আদালতে জামিন আবেদন করেন, পরে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের মন্দাকিনী বিটের সরকারি সংরক্ষিত বনে আসামিরা অবৈধভাবে প্রবেশ করে সরকারি মূল্যবান সেগুন গাছ কাটা ও পাচারের অপরাধে মন্দাকিনী বিটের তৎকালীন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বন আইনের ৩৩(১ ক) (খ) ধারায় চট্টগ্রাম বন আদালতে পিওআর মামলা দায়ের করেন। যার নং ১৮৩/২০২৩ পিওআর নং ০৫/ মন্দা ১৩/ হাট অব ২০২৩-২৪। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন।সোমবার বিজ্ঞ আইন জীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত ৬ এর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোঃ নূরুল হারুন আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আসামীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে এমনকি দায়িত্বশীল কর্মকর্তারাও কিছু বলার বা করার সাহস পায়না।