চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেশমী চাকমা এর সাথে উপজেলা স্বাস্থ্য ব্যবস্হাপনা কমিটির মত বিনিময় অনুষ্ঠান রবিবার সকালে তাঁর কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় অনুষ্ঠানে নবাগত কর্মকর্তা বলেন সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করে যাব। যতদিন এখানে কাজ করব মানুষের সেবা করব। যাতে সেবার কোন ত্রুটি না হয় সেজন্য তিনি সহকর্মীদের ও ব্যবস্হাপনা কমিটির সহযোগিতা কামনা করেন।
এই সময় ব্যবস্হাপনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, অধ্যক্ষ ফরিদ আহম্মদ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া ও চেয়ারম্যান মোঃ আলী আজম প্রমূখ। এই সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন উপস্থিত ছিলেন। এই সময় নবাগত কর্মকর্তাকে ব্যবস্হাপনা কমিটির পক্ষ ফুল দিয়ে বরন করা হয়।