মায়েদের নরমাল ডেলিভারি করে দৃষ্টান্ত স্থাপন করেছে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা।গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে । এদের মধ্যে ছেলে ৫ জন ও মেয়ে ৭ জন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারীতে চিকিৎসকদের আন্তরিকতায় গর্ভবতী মায়েরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি করাতে আগ্রহী হয়ে উঠছে বলে জানা যায়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে গত অক্টোবর মাসেও ১২০টি ডেলিভারি করা হয়েছিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অত্র হাসপাতালে এসে নরমাল ডেলিভারি করানোর সংখ্যা দিন দিন বাড়ছেই। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের উদ্যোগ সফলতা লাভ করেছে। এখানে হাসপাতালের সবাই মিলে নিরাপদ প্রসবের জন্য কাজ করেন। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা রয়েছে এই হাসপাতালে। ডেলিভারি পরবর্তী বাচ্চাদের যত্ন নেয়ার বিষয়ে অভিভাবকদের সচেতনও করা এখানে। ফলে রোগীরা হাসপাতালের সেবায় সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যায়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, যে কোন কাজের সফলতার জন্য টিমওয়ার্কের বিকল্প নাই। আশা করছি দিন দিন নরমাল ডেলিভারি সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং এর ফলে বাড়িতে ডেলিভারি করতে গিয়ে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে।