“নিরাপদ কর্মস্থল আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে হাটহাজারীতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মী নিহতের জেরে গত শুক্রবার মধ্যরাতে উত্তেজিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এতে একটি অ্যাম্বুলেন্স, হাসপাতালের আসবাবপত্র এবং জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়।
এ সময়ে কর্তব্যরত ডাক্তারকে মারধর করা ছাড়াও হাসপাতালের গ্যারেজে থাকা একটি নতুন জিপ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এ কর্মসূচি পালন করেন।