হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪৮ ঘন্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ১৬ টি শিশুর জন্ম হয়েছে।
সোমবার (০৮ জুলাই) বেলা দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মায়েদের নরমাল ডেলিভারি করে দৃষ্টান্ত স্থাপন করা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আন্তরিকতায় সেবা নিতে আসা গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারি করাতে দিন দিন আগ্রহী হয়ে উঠছে। গত শনিবার ৭ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার মিরেরখীল এলাকায় একটি কন্যা শিশু সন্তান, বুলবুলি পাড়ায় একটি পুত্র শিশু সন্তান, চন্দ্রপুরে একটি কন্যা শিশু সন্তান, আলীপুর গ্রামে একটি পুত্র শিশু সন্তান, গুমাণমর্দ্দন ইউনিয়নে একটি কন্যা শিশু সন্তান, মির্জাপুর ইউপিতে একটি পুত্র শিশু সন্তান, চারিয়া এলাকায় একটি পুত্র শিশু সন্তান,পূর্ব মেখলে একটি কন্যা শিশু সন্তান, উত্তর মেখলে একটি কন্যা শিশু সন্তান, ফতেয়াবাদ এলাকার পূর্ব ছড়ারকুল এলাকার এক গৃহবধূর একটি পুত্র সন্তানসহ মোট ১০টি শিশু নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম গ্রহন করে। এর পরদিন রবিবার ৮ জুলাইও এ হাসপাতালে ৬টি শিশু নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়।
গত ছয় মাসে এ হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে ৬০১টি নরমাল এবং ৩২টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন করেন। বর্তমানে এ উপজেলা ছাড়াও আশেপাশের উপজেলার সেবাপ্রার্থীরা এখানে এসে সেবা নিচ্ছেন। যার কারনে হাসপাতালে এসে নরমাল ডেলিভারি করানোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এ হাসপাতালে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা রয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ববতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা এবং পরমার্শ দেওয়া হয়। যার ফলে নিয়মিত নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। আশা করছি দিন দিন নরমাল ডেলিভারি সংখ্যা আরও বৃদ্ধি পাবে।