চট্টগ্রামের হাটহাজারীর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মির কপিল উদ্দিন ( ৬৮) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২০অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত নানা দুরারোগ্য রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ভাই বোন, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। গুনী এই শিক্ষাবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার মীরেরখীল গ্রামের বাড়িতে ১১ টার দিকে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অধ্যক্ষ মির কফিল উদ্দীন ১৯৫৮ সালে হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী মীরেরখিল মির পরিবারে জন্মগ্রহণ করেন। মীরের খিল প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। এইচএসসিতে নাজিরহাট কলেজে ভর্তি হয়ে কিছুদিন পর ট্রান্সফার হয়ে হাটহাজারী কলেজে চলে আসেন এবং হাটহাজারী কলেজ থেকে ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিষয়ে অনার্সে ভর্তি হন । ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগে বি.এ (অনার্স) এবং ১৯৮২ সনে সমাজতত্ত্বে এম.এ পাস করেন। ১লা জুলাই, ১৯৮৬ সালে হাটহাজারী কলেজে প্রভাষক পদে যোগদান করেন । ১৪ই মে, ২০০৯ সালে একই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন । তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন । অধ্যক্ষ হিসেবে যোগদানের পর এক বৎসরের মধ্যে হাটহাজারী কলেজে অনার্স কোর্স চালু করেন। পেশাগত কর্ম ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী, ৮২ এর সাময়িকীর সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন ও হাটহাজারী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য এবং সম্প্রতিক সময়ে প্রকাশিত হাটহাজারী টেলিফোন গাইড প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী বাঁশখালী নিবাসী এডভোকেট আবদুল সবুর সাহেবের ৩য় কন্যা তহুরীন সবুর এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে সাম্প্রতিক সময়ে অবসর গ্রহন করেন । হাটহাজারী কলেজে প্রভাষক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগে যোগদান করেন ১৯৮৬ সালের ১লা জুলাই। ২৩ বছর শিক্ষকতার পর ২০০৯ সালের ১৪ মে কলেজের এক সংকটময়কালে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন । ৫ মে ২০২০ সালে তিনি একই কলেজ থেকে অবসর গ্রহন করেন।
এই কৃতি শিক্ষাবিদের মৃত্যুতে হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, বাংলাদেশ কল্যান পাটির চেয়ারম্যান লেঃ জেঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, এডভোকেট মোঃ নূরুল আমিন, হাটহাজারী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কেশব কুমার বড়ুয়া ও এইচ এম মনসুর আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে ফিরোজ চৌধুরী ও মাকসুদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক রমজান আলী চৌধুরী ও অশোক কুমার নাথ, উপজেলা স্কাউট এর সাবেক সম্পাদক প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন গনমাধ্যমে প্রদত্ত পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।