চট্টগ্রাম 12:29 am, Thursday, 14 November 2024

হাটহাজারী থেকে হত্যা মামলার ২ আসামি আটক

হাটহাজারী থেকে রাসেল(৩০) নামের এক অটোরিকশা চালককে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি ইয়াছিন আরাফাত (২২) এবং মোঃ কাজল (২৪)কে আটক করেছে র‌্যাব-৭।

রবিবার(৬ নভেম্বর) দুপুরের দিকে র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৫ নভেম্বর শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন থেকে ওই ২ ঘাতক কে আটক করে র‌্যাব-৭।

নিহত রাসেল আজম বাহাদুর কক্সবাজার জেলার চকরিয়া এলাকার একজন সিএনজি চালক ছিলেন।

র‌্যাব-৭ সূত্রে জানা যায় , গত ১৩ অক্টোবর স্থানীয় বদরখালী কলেজপাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে মোঃ ইয়াছিন(২০) তার মাকে নিয়ে রাসেলের সিএনজি চালিত অটোরিকশা করে বদরখালী বাজারে যান। বদরখালী বাজারে পৌঁছার পর অটোরিকশা চালক রাসেলের সঙ্গে ভাড়া নিয়ে ইয়াছিন ও তার মা আছিয়ার বিবাদ সৃষ্টি হয়।পরবর্তীতে ভাড়া মিটিয়ে দেবার পর ইয়াছিনের বাবার হোটেলে গিয়ে ভিকটিম রাসেল খাবার খাওয়ার জন্য বসলে তার সাথে পুনরায় ইয়াছিনের তর্কাতর্কি শুরু হয়। তর্কের এক পর্যায়ে ইয়াছিন দোকান থেকে ছুরি নিয়ে রাসেলের বুকে আঘাত করেন। এ সময় ইয়াসিনের সহযোগী কাজল এবং অন্যান্য আসামিরাও ভিকটিমকে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে।পরবর্তীতে গুরুতর আহত ও রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিম নিহত রাসেলের পিতা বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ০৪ জনকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাতমনামা আরও ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ২১, তারিখ: ১৬ অক্টোবর ২০২২ খ্রি:, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/ ৩০২/৩৪ পেনাল মামলা হবার পর থেকে আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

উল্লেখ্য যে, গত ১৬ অক্টোবর উক্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইসহাক(৫০)’কে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় এবং বাকী পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিক্তিতে, গত ৫ নভেম্বর আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে উল্লেখিত স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে আসামী ১। ইয়াছিন আরাফাত (২২), পিতা-মোঃ ইছাহাক, সাং-নাপিতখালী পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং ২। মোঃ কাজল (২৪), পিতা-মোঃ ইছাহাক, সাং-নাপিতখালী পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীরা স্বীকার করে তারা রাসেল আজম বাহাদুর(৩০)কে নির্মম ও নৃশংসভাবে হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ৩নং পলাতক আসামী।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে বিএনপি’র বিশাল জনসমাবেশ ও গণমিছিল

হাটহাজারী থেকে হত্যা মামলার ২ আসামি আটক

Update Time : 04:22:27 pm, Sunday, 6 November 2022

হাটহাজারী থেকে রাসেল(৩০) নামের এক অটোরিকশা চালককে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি ইয়াছিন আরাফাত (২২) এবং মোঃ কাজল (২৪)কে আটক করেছে র‌্যাব-৭।

রবিবার(৬ নভেম্বর) দুপুরের দিকে র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৫ নভেম্বর শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন থেকে ওই ২ ঘাতক কে আটক করে র‌্যাব-৭।

নিহত রাসেল আজম বাহাদুর কক্সবাজার জেলার চকরিয়া এলাকার একজন সিএনজি চালক ছিলেন।

র‌্যাব-৭ সূত্রে জানা যায় , গত ১৩ অক্টোবর স্থানীয় বদরখালী কলেজপাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে মোঃ ইয়াছিন(২০) তার মাকে নিয়ে রাসেলের সিএনজি চালিত অটোরিকশা করে বদরখালী বাজারে যান। বদরখালী বাজারে পৌঁছার পর অটোরিকশা চালক রাসেলের সঙ্গে ভাড়া নিয়ে ইয়াছিন ও তার মা আছিয়ার বিবাদ সৃষ্টি হয়।পরবর্তীতে ভাড়া মিটিয়ে দেবার পর ইয়াছিনের বাবার হোটেলে গিয়ে ভিকটিম রাসেল খাবার খাওয়ার জন্য বসলে তার সাথে পুনরায় ইয়াছিনের তর্কাতর্কি শুরু হয়। তর্কের এক পর্যায়ে ইয়াছিন দোকান থেকে ছুরি নিয়ে রাসেলের বুকে আঘাত করেন। এ সময় ইয়াসিনের সহযোগী কাজল এবং অন্যান্য আসামিরাও ভিকটিমকে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে।পরবর্তীতে গুরুতর আহত ও রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিম নিহত রাসেলের পিতা বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ০৪ জনকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাতমনামা আরও ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ২১, তারিখ: ১৬ অক্টোবর ২০২২ খ্রি:, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/ ৩০২/৩৪ পেনাল মামলা হবার পর থেকে আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

উল্লেখ্য যে, গত ১৬ অক্টোবর উক্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইসহাক(৫০)’কে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় এবং বাকী পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিক্তিতে, গত ৫ নভেম্বর আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে উল্লেখিত স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে আসামী ১। ইয়াছিন আরাফাত (২২), পিতা-মোঃ ইছাহাক, সাং-নাপিতখালী পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং ২। মোঃ কাজল (২৪), পিতা-মোঃ ইছাহাক, সাং-নাপিতখালী পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীরা স্বীকার করে তারা রাসেল আজম বাহাদুর(৩০)কে নির্মম ও নৃশংসভাবে হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ৩নং পলাতক আসামী।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।