হাটহাজারী পৌরসভায় অনলাইনে নাগরিক সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১জানুয়ারী) বিকালে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে পৌর প্রশাসক আবু রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি, সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, প্রধান সহ: মো.সাহাব উদ্দীন, আইটি প্রতিষ্ঠান ইনোভেশনের ফাউন্ডার ও সিইও খোরশেদুল আলম, পৌর কাউন্সিলর সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজম, পৌর সহায়ক সদস্য মো.বশির উদ্দীন, পৌর সহায়ক সদস্য মো. তোফাজ্জল হোসেন ফোরকান, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রওশন আরাসহ গণমাধ্যমকর্মী পৌর কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।