হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে পৌরসভার মোহাম্মদপুরস্থ ৯নং ওয়ার্ডে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী এর অফিস উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে দক্ষিণ মোহাম্মদপুর বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন “অনিয়মের সাথে কোন দিন আপোষ করিনি, নির্বাচিত হলেও করবোনা। আর আমার নির্বাচনী এলাকাকে শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমি সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া চাই।’ এসময় ছাত্র ও যুব নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।