হাটহাজারী প্রেস ক্লাব এর পক্ষ থেকে সংগঠনের প্রাক্তন কর্মকর্তা প্রবাসী আমিন উল্ল্যাহ বাহার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাতে উপজেলা সদরস্থ সংগঠনের স্থায়ী কর্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব এর সভাপতি কেশব কুমার বড়ুয়া।
সভায় সংবর্ধিত অতিথি স্বাগত, শুভেচ্ছা ও প্রবাসে গমনের পূর্বে তাঁর সাংবাদিকতা পেশার নীতি নৈতিকতা, আদর্শের ও বলিস্ট লেখনীর বিষয়ে আলোকপাত করে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, মোহাম্মদ হোসেন, এইস এম মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, আবু তালেব, আজিজুল ইসলাম স্বপন, মোহাম্মদ আলাউদ্দিন ও এ কে এম নাজিম প্রমূখ।
সংবর্ধিত অতিথি আমিন উল্ল্যাহ বাহার চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি চ্যালেজিং পেশা। এই পেশার মাধ্যমে দেশের মানুষকে সর্বোত্তম সেবা প্রদান করা যায়। সমস্যা সম্ভাবনার কথা একজন নিষ্ঠাবান সাংবাদিক সংবাদ পত্রে লিখে সমাজ দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। তাই প্রত্যেক গণমাধ্যম কর্মীকে দায়িত্ব শীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তাঁকে ক্রেষ্ট দিয়ে সম্মামনা প্রদান করা হয়।