মহান বিজয় দিবসে হাটহাজারী প্রেস ক্লাব এর পক্ষ থেকে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৫৩ তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টার দিকে “হাটহাজারী প্রেস ক্লাব’ এর নেতৃবৃন্দরা নব নির্মিত উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালি ও অন্যান্য সকল কর্মসূচিতে অংশ নেন হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তারা।
এ সময় হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার নেতৃত্বে প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ দিদারুল আলম দুলাল, সহ-সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, সহ সম্পাদক খোরশেদ আলম শিমূল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ও সদস্য মোঃ পারভেজ।