চট্টগ্রাম 10:10 am, Saturday, 5 October 2024

হাটহাজারী ভূমি অফিস: পানীয় জল ও টয়লেট সংকটে সেবাপ্রার্থীরা!

চট্টগ্রাম জেলার হাটহাজারী ভূমি অফিসে পানীয় জল ও টয়লেট সংকটের কারনে ওই অফিসে আসা সেবা প্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।

ওই অফিসে সেবা নিতে আসা বেশ কয়েকজন সেবাপ্রার্থী জানান, তাদের জন্য পানীয় জল, টয়লেট ব্যবস্থাপনা এবং বসার জন্য আরও কিছু চেয়ারের ব্যবস্থা করা খুবই জরুরি।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকার একশ দেড়শ লোক ভূমিসেবা নেয়ার জন্য প্রতিদিন এ অফিসে আসেন । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কারনে সময় কাটাতে হয় এখানে । পুরুষ-মহিলার সাথে অনেক সেবাগ্রহীতার ছোট্ট ছেলে-মেয়েদেরকে অনেক সময় আসতে দেখা যায় । যার কারনে অনেকেরই ওয়াশরুমসহ পানীয় জলের প্রযোজন হয়। অথচ সেখানে না আছে পানীয়জলের ব্যবস্থা, না আছে ওয়াশ-রুম ব্যবস্থাপনা। ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে সংরক্ষিত ও নিয়ন্ত্রিত ওয়াশ রুম আছে কিন্তু সেগুলো ব্যবহার করাটা কেমন একটা বেমানানই বটে বলে মন্তব্য করেন অনেক সেবা প্রার্থীরা । তাছাড়া একটা মাত্র ওয়াশরুমে পুরুষ-মহিলারা লাইন ধরে দাঁড়িয়ে থাকাটা মোটেও শোভনীয় নয় বলেও অনেকেই মন্তব্য করেন। বিগত ২৩ মে /২২ ইং তারিখে ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে এক মহিলা ওয়াশরুম খুঁজাখুঁজি করছিলেন, এমন সময় একজন লোক বললেন, ” ঐদিকে ” আরেকজন বললেন, ” রুমের ভিতরে যান “। মহিলা তখন কি করবেন ভেবে পাচ্ছিলেন না । সেবা নিতে আসা নুরুল আলম বললেন , উত্তর দিকে ভিতরে পুকুরপাড়ে পেশাব-পায়খানার একটা ব্যবস্থা ছিল তা দিয়ে চলতো কোনো রকমে কিন্তু সেগুলো ভেঙ্গে দিয়ে ঐ পথে তালা লাগিয়ে দেওয়ায় মানুষ এখন আরও বেকায়দায় পড়েছেন । এগুলো ব্যবস্থা করার মত জায়গা আছে , শুধু সাইট সিলেকশন করে তা বাস্তবায়ন করলেই হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি), মোঃ আবু রায়হন জানান, “সরকারি ভাবে নতুন ভবন নির্মাণ হবে এবং পুরানো ভবনগুলো ভেঙ্গে ফেলা হবে তাই নতুন ভবনের জায়গা রেখে তারপর এগুলো করা হবে । জরুরী ভিতিত্তে পানীয় জলের জন্য ফিল্টারের ব্যবস্থা করা হবে”।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলমের দৃস্টি আকর্ষন করা হলে তিনি জানান, ” ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে রূপসী ঝর্ণায় ২ শিক্ষার্থীর মৃত্যু

হাটহাজারী ভূমি অফিস: পানীয় জল ও টয়লেট সংকটে সেবাপ্রার্থীরা!

Update Time : 04:42:45 pm, Sunday, 6 November 2022

চট্টগ্রাম জেলার হাটহাজারী ভূমি অফিসে পানীয় জল ও টয়লেট সংকটের কারনে ওই অফিসে আসা সেবা প্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।

ওই অফিসে সেবা নিতে আসা বেশ কয়েকজন সেবাপ্রার্থী জানান, তাদের জন্য পানীয় জল, টয়লেট ব্যবস্থাপনা এবং বসার জন্য আরও কিছু চেয়ারের ব্যবস্থা করা খুবই জরুরি।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকার একশ দেড়শ লোক ভূমিসেবা নেয়ার জন্য প্রতিদিন এ অফিসে আসেন । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কারনে সময় কাটাতে হয় এখানে । পুরুষ-মহিলার সাথে অনেক সেবাগ্রহীতার ছোট্ট ছেলে-মেয়েদেরকে অনেক সময় আসতে দেখা যায় । যার কারনে অনেকেরই ওয়াশরুমসহ পানীয় জলের প্রযোজন হয়। অথচ সেখানে না আছে পানীয়জলের ব্যবস্থা, না আছে ওয়াশ-রুম ব্যবস্থাপনা। ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে সংরক্ষিত ও নিয়ন্ত্রিত ওয়াশ রুম আছে কিন্তু সেগুলো ব্যবহার করাটা কেমন একটা বেমানানই বটে বলে মন্তব্য করেন অনেক সেবা প্রার্থীরা । তাছাড়া একটা মাত্র ওয়াশরুমে পুরুষ-মহিলারা লাইন ধরে দাঁড়িয়ে থাকাটা মোটেও শোভনীয় নয় বলেও অনেকেই মন্তব্য করেন। বিগত ২৩ মে /২২ ইং তারিখে ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে এক মহিলা ওয়াশরুম খুঁজাখুঁজি করছিলেন, এমন সময় একজন লোক বললেন, ” ঐদিকে ” আরেকজন বললেন, ” রুমের ভিতরে যান “। মহিলা তখন কি করবেন ভেবে পাচ্ছিলেন না । সেবা নিতে আসা নুরুল আলম বললেন , উত্তর দিকে ভিতরে পুকুরপাড়ে পেশাব-পায়খানার একটা ব্যবস্থা ছিল তা দিয়ে চলতো কোনো রকমে কিন্তু সেগুলো ভেঙ্গে দিয়ে ঐ পথে তালা লাগিয়ে দেওয়ায় মানুষ এখন আরও বেকায়দায় পড়েছেন । এগুলো ব্যবস্থা করার মত জায়গা আছে , শুধু সাইট সিলেকশন করে তা বাস্তবায়ন করলেই হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি), মোঃ আবু রায়হন জানান, “সরকারি ভাবে নতুন ভবন নির্মাণ হবে এবং পুরানো ভবনগুলো ভেঙ্গে ফেলা হবে তাই নতুন ভবনের জায়গা রেখে তারপর এগুলো করা হবে । জরুরী ভিতিত্তে পানীয় জলের জন্য ফিল্টারের ব্যবস্থা করা হবে”।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলমের দৃস্টি আকর্ষন করা হলে তিনি জানান, ” ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”