গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল আলম খান এমপি দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি হাটহাজারী মাদ্রাসায় আসেন।
তিনি মাদ্রাসায় আসার পর মাদ্রাসার সাবেক মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব(সাবেক)শাইখুল ইসলাম মরহুম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.মুফতি আব্দুস সালাম চাটগামী রহ. এর কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পূর্বে ধর্মপ্রতিমন্ত্রী হাটহাজারী মাদরাসার বর্তমান মহাপরিচালক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইয়াহিয়ার সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় ধর্ম প্রতিমন্ত্রীর সাথে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের দিকে প্রতিমন্ত্রী ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর ও জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসা পরিদর্শন করেন এবং সেখানে যোহরের নামাজ আদায় করেন।