চট্টগ্রাম 5:58 pm, Wednesday, 4 December 2024

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন চলছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শুরু হওয়া এ সম্মেলনে প্রায় আড়াই হাজার তরুণ আলেমকে পাগড়ি পরানো হবে বলে জানা গেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, দিনব্যাপী এ মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ানের পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারী বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও আলোকপাত করবেন।

বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), সহযোগী পরিচালক ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা কবীর আহমদ (দা.বা.)সহ জামিয়ার সকল মুহাদ্দিসগণের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।

এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব মাওলানা কবীর আহমদ (দা.বা.) জানান, পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে ৮ ডিসেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত টোকেন দেয়া হয়েছে এবং ৯ তারিখ শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্তও এ টোকেন দেয়া হবে। বৃহস্পতিবারে (৮ ডিসেম্বর)টোকেন প্রাপ্তদের বাদ ইশা প্রথম সেশনে গত ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে ফারেগ হওয়া তরুণ আলেমদের একাংশকে পাগড়ি দেওয়া হয়েছে। অবশিষ্ট ফারেগীনদেরকে শুক্রবার (৯ ডিসেম্বর) মাহফিল শেষে বাদ ইশা পাগড়ি দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

Update Time : 03:22:40 pm, Friday, 9 December 2022

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন চলছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শুরু হওয়া এ সম্মেলনে প্রায় আড়াই হাজার তরুণ আলেমকে পাগড়ি পরানো হবে বলে জানা গেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, দিনব্যাপী এ মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ানের পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারী বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও আলোকপাত করবেন।

বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), সহযোগী পরিচালক ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা কবীর আহমদ (দা.বা.)সহ জামিয়ার সকল মুহাদ্দিসগণের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।

এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব মাওলানা কবীর আহমদ (দা.বা.) জানান, পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে ৮ ডিসেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত টোকেন দেয়া হয়েছে এবং ৯ তারিখ শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্তও এ টোকেন দেয়া হবে। বৃহস্পতিবারে (৮ ডিসেম্বর)টোকেন প্রাপ্তদের বাদ ইশা প্রথম সেশনে গত ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে ফারেগ হওয়া তরুণ আলেমদের একাংশকে পাগড়ি দেওয়া হয়েছে। অবশিষ্ট ফারেগীনদেরকে শুক্রবার (৯ ডিসেম্বর) মাহফিল শেষে বাদ ইশা পাগড়ি দেওয়া হবে।