হাটহাজারী সদরের বিভিন্ন স্থানে সরকারী আদেশ মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত আটটার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো.আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার রাত আটটার পর থেকে ঔষধের দোকান ব্যতিত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ প্রদান করার পরও কিছু কিছু দোকানদার সরকারী সে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে উপজেলার ইছাপুর বাজার এবং পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে বিদ্যুৎ আইন ২০১৮ ইং অনুযায়ী মোট ৯ টি দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষজনকে সচেতনও করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম সাংবাদিকদের বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।