চট্টগ্রাম 6:18 am, Thursday, 10 July 2025

হাটহাজারী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজে দু’দিনব্যাপী (৬ ও ৭ মার্চ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপাধ্যক্ষ গুল মোহাম্মদ এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার ও সনদ বিতরণ করেন। এর আগে অধ্যক্ষ মহোদয় কলেজের উপাধক্ষ ও শিক্ষক পরিষদ নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এদিকে, কলেজের সহকারী অধ্যাপক আবু মুছা মো. মামুন, প্রভাষক সৈয়দা নারগিস সুলতানা, হুরআনে জান্নাত ও মুহাম্মদ তসলিম উদদীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক আবদুল্লাহ আল আহসান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনজুর আলী তালুকদার, মো. জহির উদ্দিন, মো. সামছুল আলম, মো. আফজাল হোসেন, মো. শফিকুল ইসলাম খান, মো. সাইফুদ্দিন চৌধুরী ও কাজী মো. জয়নুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক।

বার্ষিক ক্রীড়া (অন্ত: ও বহি:) প্রতিযোগিতা দাবা, কেরাম, দীর্ঘলাফ, দৌড় ও ভারসাম্য দৌড়, মিউজিক্যাল পিলো, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ প্রভৃতি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।

এ সময় তিনি বলেন, জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই। পাশাপাশি শরীরকে সুস্থ ও সবল রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিসীম। এছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চর্চা খুবই গুরুত্বপূর্ণ। তাই, প্রধান অতিথি উপস্থিত শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের প্রতি ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা ও পড়াশুনার মান উন্নয়নে আরও শ্রম দেয়ার জন্য অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ভাগিনার হাতে মামা খুন

হাটহাজারী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Update Time : 11:42:27 pm, Friday, 8 March 2024

ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজে দু’দিনব্যাপী (৬ ও ৭ মার্চ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপাধ্যক্ষ গুল মোহাম্মদ এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার ও সনদ বিতরণ করেন। এর আগে অধ্যক্ষ মহোদয় কলেজের উপাধক্ষ ও শিক্ষক পরিষদ নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এদিকে, কলেজের সহকারী অধ্যাপক আবু মুছা মো. মামুন, প্রভাষক সৈয়দা নারগিস সুলতানা, হুরআনে জান্নাত ও মুহাম্মদ তসলিম উদদীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক আবদুল্লাহ আল আহসান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনজুর আলী তালুকদার, মো. জহির উদ্দিন, মো. সামছুল আলম, মো. আফজাল হোসেন, মো. শফিকুল ইসলাম খান, মো. সাইফুদ্দিন চৌধুরী ও কাজী মো. জয়নুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক।

বার্ষিক ক্রীড়া (অন্ত: ও বহি:) প্রতিযোগিতা দাবা, কেরাম, দীর্ঘলাফ, দৌড় ও ভারসাম্য দৌড়, মিউজিক্যাল পিলো, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ প্রভৃতি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।

এ সময় তিনি বলেন, জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই। পাশাপাশি শরীরকে সুস্থ ও সবল রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিসীম। এছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চর্চা খুবই গুরুত্বপূর্ণ। তাই, প্রধান অতিথি উপস্থিত শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের প্রতি ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা ও পড়াশুনার মান উন্নয়নে আরও শ্রম দেয়ার জন্য অনুরোধ জানান।