প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজে দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার কলেজের হিসাববিজ্ঞান পরিবারের ব্যবস্থাপনায় উক্ত পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।
পিঠা উৎসবে বিভিন্ন বিভাগের ১০টি স্টলে বৈচিত্র্যপূর্ণ দেশী পিঠা-পুলি নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের উৎসবের গুরুত্ব বর্ণনা করে অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ বলেন, এ পিঠা উৎসব আমাদের দেশীয় সংস্কৃতির সাথে তরুণ সমাজ পরিচিত হবে এবং বিলুপ্তির পথে নানা রকম পিঠা-পুলি’র বাজার সৃষ্টি হবে। এছাড়া আমাদের তরুণ প্রজন্ম পশ্চিমা ফাস্ট ফুডে আসক্ত হয়ে পড়ছে, যা স্বাস্থ্য সম্মত নয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি তার বক্তব্যে দেশীয় পিঠা-পুলি’র ব্র্যান্ডিংয়ে গণমাধ্যমকে ভূমিকা রাখতে অনুরোধ করেন। পিঠা উৎসবের উদ্বোধন শেষে অধ্যক্ষ কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদসহ অন্যান্য শিক্ষককে সাথে নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন।