হারামিয়া ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরাল মুক্তিযুদ্ধের পটভূমি ও বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক উন্মোচন অনুষ্ঠান ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় হারামিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে নাম ফলক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম ও আবু হেলাল চৌধুরী, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উল্ল্যাহ, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদের, হারামিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইরান আলী, যুগ্ম আহ্বায়ক মাহাবুব, হারামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলাদ উদ্দিন, মোঁ রোবেল, সোহেল, তৌহেদুল মাওলা রোবেল, জয়নাল আবেদীন, আবুল কাশেম, মোঃ রফিক, জান্নাতুল নাইমা, লুনা বেগম, আওয়ামী লীগ নেতা কাজী রাকিবুল আহসান, মাস্টার শামসুল আলম, ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হারামিয়া ইউনিয়নে প্রথম বারের মত ইউনিয়নের ৭৮ জন মুক্তিযুদ্ধার নাম উন্মোচন করা হয়।