এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ০৪ টি বালুবাহি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম বালুবাহি ইঞ্জিন চালিত নৌকাগুলো জব্দ করার সত্যতা নিশ্চিত করেছন । এর আগে সকাল ৮ টার দিকে নদীর হাটহাজারী অংশে অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালত হালদা নদীর মাদার্শা এলাকায় অভিযানের প্রস্তুতি নেয়া হয়। সকাল ৮ টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ও রাউজান অংশের খলিফাগোনা এলাকার হালদা নদীর অংশ থেকে নৌকাগুলো জব্দ করে নৌকা থেকে ইঞ্জিন খুলে উপজেলা পরিষদে নিয়ে আসা হয় এবং ইঞ্জিন বিহীন নৌকাগুলোতে ভবিষ্যতে ইঞ্জিন ব্যবহার না করার শর্তে মুচলেকা নিয়ে নৌকার মালিকদের হাতে হস্তান্তর করা হয়। এবং নৌকার মালিক রাউজান উপজেলার পূর্ব গুজরা অলি মিয়ারহাট এলাকার মো.নুরুল কবির কে ১৫ হাজার টাকা, একই এলাকার মো.আবুল খায়েরের পুত্র মো.আলাউদ্দিন কে ৩০ হাজার টাকা এবং রাউজান উপজেলার উরকিরচর খলিফার ঘোনার মো.আফজালের পুত্র মো.নুরুল ইসলাম কে ১০ হাজার সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ, দফাদার মো.মূসা, গ্রাম পুলিশ আদিল ও অন্যান্যরা সহযোগিতা করেন।
অভিযান সম্পর্কে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম জানান,
হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসক, মো.মমিনুর রহমানের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের কঠোর তদারকি অব্যাহত থাকবে।