হাটহাজারী সংসদীয় আসনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এবার যদি আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি ‘হালদা প্রকল্পকে বিকল্প সড়ক হিসাবে গড়ে তোলবো।’
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন ব্যাপি উপজেলার গড়দুয়ারা ও উত্তর মার্দাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চালানো নির্বাচনী প্রচারণা এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদা প্রকল্পের মাধ্যমে এ উপজেলাকে বন্যা মুক্ত করেছি। এবার আপনারা আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন এই হালদা প্রকল্পকে বিকল্প সড়ক হিসাবে গড়ে তুলবো। এতে করে হালদা নদী সংলগ্ন এলাকায় লোকজন অতি সহজে এই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে পারবে। তাছাড়া মহাসড়কে কোন সময় যানযট সৃষ্টি হলে এই বিকল্প সড়ক দিয়ে গন্তব্যে যাতায়াত করতে পারবে। তিনি বলেন তাঁর সময়ে এই উপজেলাকে শতভাগ বিদ্যূতায়িত করা হয়েছে। উন্নয়ন করা রাস্তাঘাট ও সড়ক অতিবৃষ্টি ও বন্যার কারনে স্হান বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ রাস্তা ও সড়ক সংস্কার করা হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় সুপেয় পানিয় জলের সংকট নিরসনে প্রত্যেক ইউনিয়নে গভীর নলকুপ স্হাপন করা হয়েছে। তবে সরকারের সীমিত বরাদ্দের মধ্যে প্রত্যেক এলাকায় চাহিদা মত গভীর নলকূপ দেওয়া সম্ভব না হলেও অগ্রাধিকার বিষয়ে বরাদ্দ প্রদান করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দের বিষয় অগ্রাধিকার প্রদান করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমার নির্বাচনী এলাকার জনগন এবারো আমাকে বিগত সময়ের মত ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ প্রদান করবেন। তিনি নিজেকে কথায় নয় কাজে বিশ্বাসী বলে উল্লেখ করেন।
শুক্রবার তিনি গড়দুয়ারা ইউনিয়নের কান্তার আলী চৌধুরী হাট, গড়দুয়ারা উচ্চ বিদ্যালয়, ডক্টর শহীদুল্লাহ্ একাডেমি, জোড় পুকুর পাড়, লোহার পোল, তুলাতলী এবং উত্তর মার্দাশা ইউনিয়নে সৈয়দ আহম্মদ হাট, সানাউল্লাহ পাড়া, মার্দাশা হাই স্কুল, তেমোহনী বাজার, বদিউল আলম হাট, রামদাস মুন্সির হাট, মাদারীপোল প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন।
এই সময় তাঁর সাথে ছিলেন নূরুল আবসার চেয়ারম্যান, মঞ্জরুল আলম চৌধুরী, সৈয়দ মনজুরুল আলম, নাসির মেম্বারসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে তিনি হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম এর উত্তর মার্দাশাস্থ বাস ভবনে উপস্থিত হয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।