কর্ণফুলী উপজেলা ওলামা হুফফাজ আয়োজিত চতুর্থবারের মত হিফজুল কোরআন প্রতিযোগিতায় হযরত খাজা কালু শাহ (রাঃ) সুন্নীয়া হিফয্ খানার শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম ৩০ পারা কুরআন গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে।
শনিবার ( ৩ ফেব্রুয়ারি) কর্ণফুলীস্থ ফয়জুল বারী ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সে এ গৌরব অর্জন করে। এই সময় তার হাতে ক্রেস্ট , সনদ এবং ৩০০০/- টাকার প্রাইজমানী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কর্ণফুলী উপজেলা ওলামা – হুফফাজ আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার আহবায়ক মাওলানা মোহাম্মদ সৈয়দ আলী হোসেন, প্রধান সমন্বয়ক কারী মাওলানা মোঃ ইকরামুল হক ও সচিব হাফেজ মোহাম্মদ নূরুল ইসলাম প্রমুখ ।
হযরত খাজা কালু শাহ (রাঃ) সুন্নীয়া হিফয্ খানার এই শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন ।
হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ আরমান ও হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন ।