হৃদয়ে দ্বীপবন্ধু স্মৃতি সংসদ (গাছুয়া) আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ শুভ উদ্বোধন ১০ ফেব্রয়ারি সন্ধ্যা ৬ টায় গাছুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও হৃদয়ে দ্বীপবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আদনান জাবেদের সভাপতিত্বে নতুন বাজার আকবর হাটে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও খেলা উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকারি কমিটির সদস্য নুরুল ইসলাম নজরুল, শাহ আকবর হেলাল, আমানউল্লাহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল আলম নওশাদ, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য মোঃ শাহেদ, ও মাহমুদুর রহমান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উক্ত খেলায় মোট বত্রিশটি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় অংশ নেন একে একাডেমি ব্যাচ ১৮ বনাম আমানউল্লাহ একাদশ / দ্বিতীয় রাউন্ড খেলে দ্বীপবন্ধু স্মৃতি সংসদ বনাম হাজী জিন্নাত আলী ফাউন্ডেশন।