হাটহাজারী থেকে ২০ বছর পর মো.দেলোয়ার হোসেন মানিক নামের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা।
শুক্রবার (১৯ জানুয়ারী) বিকালের দিকে র্যাবের-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল পাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামি মো.দেলোয়ার হোসেন ওই এলাকার মো.আহম্মেদুর রহমানের পুত্র।
সূত্রে জানা যায়, গত ২০০৪ সালে চট্টগ্রাম জেরার হাটহাজারীতে ডাকাতি কালে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে । পরে এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার নং-১৫(০৮)০৪; জিআর নং-৬৯১/০৫। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করার পর বিজ্ঞ আদালত আসামি মো.দেলোয়ার হোসেন মানিক এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক উল্লেখিত স্থানে অবস্থায় করছে এমন তথ্যের ভিক্তিতে র্যাব-৭ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এবং গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসেন মানিক মামলা দায়েরের পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলো বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত কে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার।