চট্টগ্রাম 1:53 am, Friday, 8 November 2024

২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ উপকূল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার। পত্রিকাটির উদ্যোগে স্মরণকালের ভয়াবহ ঘুর্ণিঝড় ২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে এক শোক র‌্যালি আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় কর্নেলহাট নন্দন আবাসিক এলাকার ঊষার আলো বিদ্যানিকেতন চত্বর থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নন্দন আবাসিকের প্রধান ফটকে এসে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ভিত্তিক ২৮ টি সামাজিক সংগঠনের যৌথ মোর্চ ‘সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ’-এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

এতে বক্তারা বলেন, সন্দ্বীপে বসবাসরত প্রায় চার লক্ষ মানুষের জন্য সাইক্লোন শেল্টার রয়েছে মাত্র ৬৫টি। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তারা আরো বলেন, সন্দ্বীপের মাইটভাঙ্গা, আজিমপুর, সারিকাইত, রহমতপুর, পৌরসভার কিছু অংশ ও কালাপানিয়া ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর ব্যবস্থা গ্রহনে তারা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তারা বলেন, আমরা আর একটি ২৯ এপ্রিল ১৯৯১ এর শিকার হতে চাই না।

উপরোক্ত শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, সাতকানিয়া নলুয়া দিজেন্দ্র লাল কারণ হাই স্কুলের সদ্য সাবেক প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, কর্নেলহাট সিডিএ ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষা পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ দিদারুল মাওলা, কালাপানিয়া ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক, মাওলানা ডা. নাজিম উদ্দিন, মাস্টার রিয়াদ হোসাইন, মাস্টার লিটন প্রমুখ।

ঊষার আলো বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আকবর হোসাইনের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হালিশহর অগ্রণী ব্যাংক কলোনী বায়তুল মালেক জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : 07:46:20 pm, Monday, 29 April 2024

সন্দ্বীপ উপকূল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার। পত্রিকাটির উদ্যোগে স্মরণকালের ভয়াবহ ঘুর্ণিঝড় ২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে এক শোক র‌্যালি আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় কর্নেলহাট নন্দন আবাসিক এলাকার ঊষার আলো বিদ্যানিকেতন চত্বর থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নন্দন আবাসিকের প্রধান ফটকে এসে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ভিত্তিক ২৮ টি সামাজিক সংগঠনের যৌথ মোর্চ ‘সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ’-এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

এতে বক্তারা বলেন, সন্দ্বীপে বসবাসরত প্রায় চার লক্ষ মানুষের জন্য সাইক্লোন শেল্টার রয়েছে মাত্র ৬৫টি। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তারা আরো বলেন, সন্দ্বীপের মাইটভাঙ্গা, আজিমপুর, সারিকাইত, রহমতপুর, পৌরসভার কিছু অংশ ও কালাপানিয়া ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর ব্যবস্থা গ্রহনে তারা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তারা বলেন, আমরা আর একটি ২৯ এপ্রিল ১৯৯১ এর শিকার হতে চাই না।

উপরোক্ত শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, সাতকানিয়া নলুয়া দিজেন্দ্র লাল কারণ হাই স্কুলের সদ্য সাবেক প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, কর্নেলহাট সিডিএ ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষা পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ দিদারুল মাওলা, কালাপানিয়া ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক, মাওলানা ডা. নাজিম উদ্দিন, মাস্টার রিয়াদ হোসাইন, মাস্টার লিটন প্রমুখ।

ঊষার আলো বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আকবর হোসাইনের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হালিশহর অগ্রণী ব্যাংক কলোনী বায়তুল মালেক জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।