বিজয়ের মাসে অসহায় মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আবারো রাঙ্গুনিয়ার মানুষের পাশে দাঁড়ালেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। বুধবার (৩ ডিসেম্বর) পুরো দিনব্যাপী উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয় বিনামূল্যের বিশাল মেডিকেল ক্যাম্প।
এই ক্যাম্পে শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
জানা যায়, গত দুই মাস ধরে ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাঙ্গুনিয়ার প্রায় ২০ হাজার মানুষ ইতোমধ্যে ফ্রি চিকিৎসা সেবা পেয়েছেন।
ক্যাম্প উদ্বোধন শেষে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “বিজয়ের মাস আমাদের শেখায় মানুষের জন্য মানুষ হতে হয়। আমি রাজনীতি করি সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। রাঙ্গুনিয়ায় কেউ চিকিৎসা না পেয়ে কষ্টে থাকবে—এটা আমি মেনে নিতে পারি না। তাই নির্বাচন আছে কি নেই, আমি মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসাই আমার শক্তি। এই রাঙ্গুনিয়াকে আধুনিক স্বাস্থ্যসেবা–সমৃদ্ধ, শিক্ষায় অগ্রগামী ও উন্নয়নমুখী একটি মডেল উপজেলায় রূপ দিতে চাই। সুযোগ পেলে আপনাদের সেবা আরও বড় পরিসরে, আরও বৈষম্যহীনভাবে পৌঁছে দেব।”
পরে তিনি ইসলামপুর ইউনিয়নের একাধিক গনসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








