সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় আবু তালেব (৭০) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব জোড়আমতলস্থ ২নং ওয়ার্ডের মীর আউলিয়া বাড়ীর বাসিন্দা।
জানা যায়, আবু তালেব হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যান। গাড়ী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন জানান, নিহত ব্যক্তি সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাড়ী যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।