ঢাকার নবাবগঞ্জের ৭৪নং চৌকিঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব আমিন স্যার ১৭ জুলাই ২০২৩ইং দুপুর আনুমানিক ২ঘটিকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন-ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার জীবনের অর্ধেক সময় কাটিছেন চৌকিঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। বিশেষ করে তিনি গণিত বিষয়ে অভিজ্ঞতা ছিলেন। স্কুলের ক্লাস শেষ করে সকালে বিকালে ব্যাচ করে গাজীখালি, আগলা নগর এবং স্কুলের ক্লাস শুরু হওয়ার পূর্বে আমাদের প্রাইভেট পড়াতেন।
আমিন স্যার ছিলেন মানুষ গড়ার কারিগড় তার হাতে অনেক ছাত্র/ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, শিক্ষক, ব্যাংকার, চার্টাট একাউন্ট, আইনজীবি, হয়েছেন। তার অবদান বলে শেষ করা যায় না। যদিও স্যার কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন কিন্তু আমি ছোট বেলায় থেকে তাকে চৌকিঘাটা বসবাস করতে দেখেছি। সবশেষে স্যার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন স্যার জান্নাত নসীব করুক আমিন।