চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী এক লিখিত বিবৃতিতে মিরসরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালী-পরবর্তী আলোচনা সভায় বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যান কর্তৃক দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
লিখিত বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বহিষ্কৃত বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান গত ৩ সেপ্টেম্বর মিরসরাইয়ে এক আলোচনা সভায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেছেন ‘শাহীদুল ইসলাম চৌধুরী বিএনপির বিরুদ্ধে গিয়ে টেবিল মার্কায় ভোট করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।’ তার এ বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাতে চাই যে, আমি কখনোই বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন প্রার্থীকে সমর্থন করিনি কিংবা দলের বিরুদ্ধে অবস্থান নেইনি।
তিনি আরও বলেন, আমি যখন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি তখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি। পরবর্তীতে যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ১৯৯৬ থেকে ২০০১ সালে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। ওয়ান ইলেভেনের পরবর্তীতে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সক্রিয় অংশগ্রহণ ছিলো। দলের সাথে আমার কখনোই আনুগত্য ও সম্পৃক্ততার কোন বিচ্যুতি ঘটেনাই। দল থেকে আমি কখনো প্রশ্নের সম্মুখীনও হইনি। আমার রাজনৈতিক জীবনে সংগঠিত সকল জাতীয় নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে কাজ করেছি। আওয়ামী সন্ত্রাসীদের মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত বিএনপির পতাকা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রক্ষার জন্য উৎসর্গ করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি।
বিএনপির এ নেতা বলেন, বিগত সময়ে তিনটি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মিরসরাইয়ে যাদেরকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে তারা হাই কমান্ডের ওই বহিষ্কার সিদ্ধান্তকে হালকা করে দেখানোর জন্য এবং দলীয় সিদ্ধান্তের কঠোরতাকে দুর্বল করে উপস্থাপনের জন্য এবং আমার অনেক ত্যাগ, কষ্ট ও সংযমের মাধ্যমে অর্জিত স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করেছে।
লিখিত বক্তব্যে তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই নেতার বানোয়াট বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।