চট্টগ্রাম 5:51 pm, Wednesday, 2 July 2025

সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি কয়েক কোটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার একটি তুলার গোডাউনে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুন্ড,কুমিরা দুটি স্টেশন সহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সীতাতুণ্ড উপজেলার ছোট কুমিরা হিঙ্গোরী পাড়াস্থ ন্যামসন কন্টেইনার ডিপোর পার্শ্বস্থ (সাবেক পিসি মুরগী খাদ্য কারখানা)এস এল গ্রুপের মালিক লোকমান হোসেনের মালিকানাধীন গুদাম টি ইউনিটেক্স টেক্সটাইল মিল ভাড়া নিয়ে তুলার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছে, আজ সকালে আজ্ঞাত কারনে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এই রিপোর্ট লেখা প্রযর্ন্ত বিকাল ৬ টায় আগুন নিবারনের কাজ চলছে,আগুন নিয়ন্ত্রনে আসলে ও এখন শতভাগ নিয়ন্ত্রনে আসেনি৷ তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ।ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছেনা তবে কয়েক কোটি হবে।তদন্ত শেষে বলা যাবে। এসময় ইউনিটেক্সের কোন কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি,তারা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবে বলে জানায়। আগুন ধাও ধাও করে না জ্বললেও তুলার গাইডের ভিতর আগুনের অস্তিত্ব রয়েছে,ধোয় বের হচ্ছে,এসব গাইডগুলো বের করতে পারলে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন করা যাবে।এতে বেশ সময়ের প্রয়োজন।

উল্লেখ্য,এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায়ন সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বন কেটে গড়ে ওঠা কোহিনূর শিপইয়ার্ডে আবারও উচ্ছেদ অভিযান

সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি কয়েক কোটি

Update Time : 06:12:14 pm, Saturday, 11 March 2023

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার একটি তুলার গোডাউনে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুন্ড,কুমিরা দুটি স্টেশন সহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সীতাতুণ্ড উপজেলার ছোট কুমিরা হিঙ্গোরী পাড়াস্থ ন্যামসন কন্টেইনার ডিপোর পার্শ্বস্থ (সাবেক পিসি মুরগী খাদ্য কারখানা)এস এল গ্রুপের মালিক লোকমান হোসেনের মালিকানাধীন গুদাম টি ইউনিটেক্স টেক্সটাইল মিল ভাড়া নিয়ে তুলার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছে, আজ সকালে আজ্ঞাত কারনে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এই রিপোর্ট লেখা প্রযর্ন্ত বিকাল ৬ টায় আগুন নিবারনের কাজ চলছে,আগুন নিয়ন্ত্রনে আসলে ও এখন শতভাগ নিয়ন্ত্রনে আসেনি৷ তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ।ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছেনা তবে কয়েক কোটি হবে।তদন্ত শেষে বলা যাবে। এসময় ইউনিটেক্সের কোন কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি,তারা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবে বলে জানায়। আগুন ধাও ধাও করে না জ্বললেও তুলার গাইডের ভিতর আগুনের অস্তিত্ব রয়েছে,ধোয় বের হচ্ছে,এসব গাইডগুলো বের করতে পারলে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন করা যাবে।এতে বেশ সময়ের প্রয়োজন।

উল্লেখ্য,এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায়ন সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছিল।