হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে উল্টা পথে যানবাহন চালিয়ে যানজট সৃষ্টির অভিযোগে ১৮ মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ই জুলাই) বিকেলের দিকে চট্টগ্রাম – রাঙ্গামাটি সড়কস্থ মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামানের নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হাটহাজারী উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালের দিকে উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে উল্টা পথে চলাচল করে যানজট সৃষ্টিসহ দূর্ঘটনা ঘটার পরিবেশ সৃষ্টি করার অপরাধে ১৪টি সিএনজি, ২টি মটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও ১টি পিকআপ ড্রাইভারকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ১৮ টি মামলায় মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়।
জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, “চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশনা বাস্তবায়নে এবং মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”