চট্টগ্রাম 8:46 am, Saturday, 5 October 2024
কঠোর কর্মসূচীর হুশিয়ারী

দুই পরিবহন শ্রমিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা!

চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং:চট্ট- ১০৬৬, এর দুই সদস্য কে রাঙ্গামাটির নামধারী শ্রমিক নেতা মো.রুহুল আমিন গং কর্তৃক শারীরিক নির্যাতন ও নির্যাতনের পর থানায় মামলা নিতে অপারগতা প্রকাশের প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকালের দিকে পৌরসভার বাস স্ট্যান্ডস্থ ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম পার্বত্য জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রাউজান এর সভাপতি মো.ইউনুচ, চট্টগ্রাম আন্ত:জিলা (রা,খা,রা) ট্রাক শ্রমিক ইউনিয়ন হাটহাজারীর সভাপতি মো. ইলিয়াছ, সংগঠনের সম্পাদক মো.কদর আলী মুছা, সংগঠনের উপ কমিটির সভাপতি মো. আবদুল মোতালেব সহ আরও অনেকে।

এসময় রাঙ্গামাটি জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজি: নং-চট্ট-১০৭৯ এর রাঙ্গামাটি শাখার নামধারী শ্রমিক নেতা মো.রুহুল আমিন ও তার পেটুয়া বাহিনী নিয়ে সংগঠনের ৮৪২নং সদস্য মো: আবু বক্কর ছিদ্দিকি ও ৮৪৩নং সদস্য মোঃ ইলিয়াছকে শারীরিক নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন বক্তারা।

এসময় তারা বলেন, অঙ্গীকার নামা দিয়ে পুনরায় চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের ৮৪৩নং সদস্য মোঃ ইলিয়াছ চট্টগ্রাম থেকে তাহার চালিত নং ট্রাকে পাথর বোঝায় করে রাঙ্গামাটি যাওয়ার পথে ভোর ০৫ ঘঠিকার সময় রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের ধেপ্পাছড়ি মূর্তির ভান্তে নামক স্থানে পাকা রাস্তার উপর রুহুল আমিন সহ তার লোকজন ইলিয়াছের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে তার সাথে থাকা টাকা পয়সা লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র কেঁড়ে নিয়ে পুনরায় রাঙ্গামাটি গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে রাঙ্গামাটির কোতোয়ালী থানায় চলতি বছরের ৭ মে অভিযোগ দিতে গেলে অভিযোগ নিতে গড়িমসি করে পরে অভিযোগ পত্র গ্রহণ করলেও পুলিশ তার কোনো রিসিভ কপি দেয়নি। পরে মামলা নিতে ওসি অপারগতা প্রকাশ করেন বলেও জানান বক্তারা। যার কারনে ১৩ মে রাঙ্গামাটি কোর্টে মামলা দায়ের করেন তারা।

বক্তারা এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের জোর দাবী জানিয়ে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যথাযত কর্তৃপক্ষ যদি এ ঘটনার সুষ্ঠু বিচার না হয় তবে পরিবহন ধর্মঘট সহ কঠোর কর্মসূচী ডাক দিবেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং:-চট্ট-১০৭৯ এর রাঙ্গামটি শাখার সাবেক নামধারী সভাপতি মোঃ রুহুল আমিন গত ১৫/০৩/২০২৪ইং তারিখ রাঙ্গামাটি ট্রাক সমিতির গাড়ীর ভাড়ার সিরিয়াল নাম্বার আগে দেওয়ার নাম করে চট্টগ্রাম আন্তঃ জিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের ৮৪২নং সদস্য ট্রাক চালক মো: আবু বক্কর ছিদ্দিক এর নিকট রুহুল আমিন চাঁদা দবী করেন। আবু বক্কর ছিদ্দিকী চাঁদা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে রুহুল আমিনের ইশারায় রুহুল আমিন সহ তার পেটুয়া বাহিনী আবু বক্কর ছিদ্দিকিকে বেপক মারধর করেন।

আবু বক্কর ছিদ্দিক নিরুপায় হয়ে তার এলাকা রাউজান বাসষ্ট্যান্ড এসে শ্রমিকদেরকে ঘটনা অবহিত করেন। পরে হাটহাজারীস্থ সংগঠনে রাউজানের শ্রমিক সহ এসে নেতৃবৃন্দদেরকে ঘটনা জানায়। পরে সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ উক্ত ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দরে সাথে যোগাযোগ করে হাটহাজারীস্থ সংগঠন কার্যালয়ে অভিযুক্ত রুহুল আমিন কে বৈঠকে আসতে বললে প্রথমে সে বৈঠকে বসবেন না জানিয়ে খারাপ আচরণ করলেও পরে রাউজান এলাকার কমিশনার মো.জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে রুহুল আমিন রাঙ্গমাটি উপজেলার চেয়ারমেনকে সঙ্গে নিয়ে রাউজানে বৈঠকে বসে রুহুল আমিন নিজের ভুল স্বীকার করে ভবিষ্যৎ এ ধরনের ঘটনা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকারনামা দিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে রূপসী ঝর্ণায় ২ শিক্ষার্থীর মৃত্যু

কঠোর কর্মসূচীর হুশিয়ারী

দুই পরিবহন শ্রমিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা!

Update Time : 03:36:53 pm, Wednesday, 15 May 2024

চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং:চট্ট- ১০৬৬, এর দুই সদস্য কে রাঙ্গামাটির নামধারী শ্রমিক নেতা মো.রুহুল আমিন গং কর্তৃক শারীরিক নির্যাতন ও নির্যাতনের পর থানায় মামলা নিতে অপারগতা প্রকাশের প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকালের দিকে পৌরসভার বাস স্ট্যান্ডস্থ ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম পার্বত্য জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রাউজান এর সভাপতি মো.ইউনুচ, চট্টগ্রাম আন্ত:জিলা (রা,খা,রা) ট্রাক শ্রমিক ইউনিয়ন হাটহাজারীর সভাপতি মো. ইলিয়াছ, সংগঠনের সম্পাদক মো.কদর আলী মুছা, সংগঠনের উপ কমিটির সভাপতি মো. আবদুল মোতালেব সহ আরও অনেকে।

এসময় রাঙ্গামাটি জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজি: নং-চট্ট-১০৭৯ এর রাঙ্গামাটি শাখার নামধারী শ্রমিক নেতা মো.রুহুল আমিন ও তার পেটুয়া বাহিনী নিয়ে সংগঠনের ৮৪২নং সদস্য মো: আবু বক্কর ছিদ্দিকি ও ৮৪৩নং সদস্য মোঃ ইলিয়াছকে শারীরিক নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন বক্তারা।

এসময় তারা বলেন, অঙ্গীকার নামা দিয়ে পুনরায় চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের ৮৪৩নং সদস্য মোঃ ইলিয়াছ চট্টগ্রাম থেকে তাহার চালিত নং ট্রাকে পাথর বোঝায় করে রাঙ্গামাটি যাওয়ার পথে ভোর ০৫ ঘঠিকার সময় রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের ধেপ্পাছড়ি মূর্তির ভান্তে নামক স্থানে পাকা রাস্তার উপর রুহুল আমিন সহ তার লোকজন ইলিয়াছের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে তার সাথে থাকা টাকা পয়সা লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র কেঁড়ে নিয়ে পুনরায় রাঙ্গামাটি গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে রাঙ্গামাটির কোতোয়ালী থানায় চলতি বছরের ৭ মে অভিযোগ দিতে গেলে অভিযোগ নিতে গড়িমসি করে পরে অভিযোগ পত্র গ্রহণ করলেও পুলিশ তার কোনো রিসিভ কপি দেয়নি। পরে মামলা নিতে ওসি অপারগতা প্রকাশ করেন বলেও জানান বক্তারা। যার কারনে ১৩ মে রাঙ্গামাটি কোর্টে মামলা দায়ের করেন তারা।

বক্তারা এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের জোর দাবী জানিয়ে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যথাযত কর্তৃপক্ষ যদি এ ঘটনার সুষ্ঠু বিচার না হয় তবে পরিবহন ধর্মঘট সহ কঠোর কর্মসূচী ডাক দিবেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং:-চট্ট-১০৭৯ এর রাঙ্গামটি শাখার সাবেক নামধারী সভাপতি মোঃ রুহুল আমিন গত ১৫/০৩/২০২৪ইং তারিখ রাঙ্গামাটি ট্রাক সমিতির গাড়ীর ভাড়ার সিরিয়াল নাম্বার আগে দেওয়ার নাম করে চট্টগ্রাম আন্তঃ জিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের ৮৪২নং সদস্য ট্রাক চালক মো: আবু বক্কর ছিদ্দিক এর নিকট রুহুল আমিন চাঁদা দবী করেন। আবু বক্কর ছিদ্দিকী চাঁদা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে রুহুল আমিনের ইশারায় রুহুল আমিন সহ তার পেটুয়া বাহিনী আবু বক্কর ছিদ্দিকিকে বেপক মারধর করেন।

আবু বক্কর ছিদ্দিক নিরুপায় হয়ে তার এলাকা রাউজান বাসষ্ট্যান্ড এসে শ্রমিকদেরকে ঘটনা অবহিত করেন। পরে হাটহাজারীস্থ সংগঠনে রাউজানের শ্রমিক সহ এসে নেতৃবৃন্দদেরকে ঘটনা জানায়। পরে সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ উক্ত ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দরে সাথে যোগাযোগ করে হাটহাজারীস্থ সংগঠন কার্যালয়ে অভিযুক্ত রুহুল আমিন কে বৈঠকে আসতে বললে প্রথমে সে বৈঠকে বসবেন না জানিয়ে খারাপ আচরণ করলেও পরে রাউজান এলাকার কমিশনার মো.জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে রুহুল আমিন রাঙ্গমাটি উপজেলার চেয়ারমেনকে সঙ্গে নিয়ে রাউজানে বৈঠকে বসে রুহুল আমিন নিজের ভুল স্বীকার করে ভবিষ্যৎ এ ধরনের ঘটনা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকারনামা দিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন।