দীর্ঘ ৪ বছর পর ছুটিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন মো. নাছের। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ফেরার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে স্টোক করেন তিনি। পরে বাংলাদেশগামী বিমানটি জরুরি অবতরণ করানো হয় চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নাছেরকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
মো. নাছেরের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহেবনগর এলাকায়। সে ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।
জানা যায়, নাছের সৌদি আরবের আবহার আল মাহুয়া নামক স্থানে গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে দেশে আসছিলেন তিনি। আসার পথে বহনকারী বিমানটি ভারতের সীমানায় প্রবেশের পর তিনি অসুস্থতা অনুভব করেন। সহকর্মী যাত্রীরা বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান। বিমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা খারাপ দেখে বিমানটি জরুরি ভাবে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করানো হয়। হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক নাছেরের ব্রেইন স্টোক হয়েছে বলে জানান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাছেরের ছোট ভাই নাজিম উদ্দীন জানান, বর্তমানে লাশের সাথে কেউ নেই। তবে লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। নাছেরের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
ছবির ক্যাপশনঃ মো. নাছের (৪৫)