সমাজের অসহায় মেহনতী মানুষের মধ্যে ৫ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩ টায় ৫ম বারের মতো ৭ম দফে ১৪৫ পরিবারের মাঝে মানসম্মত ১, ৯২,০০০ টাকার শীতবস্ত্র বিতরণ করছে প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠন। সন্দ্বীপ উপজেলার গুপ্তচরা বাজার মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয় ।
সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন।
সংগঠনের সদস্য মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক ইলিয়াছ সুমন, শহীদুল ইসলাম কাঞ্চন, আবদুল হামিদ, কামাল পাশা, সংগঠনের যুগ্ম সম্পাদক আমিন রসুল রিয়াদ, সহ সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা তৈয়ব, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মাওলা প্রমুখ।