এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ (০২০৪) এর উদ্যোগে চলতি বছর সারা দেশে প্রায় ২০ হাজার কম্বল বিতরন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম এর ফটিকছড়ি ভূজপুর এর নারায়নহাটস্থ হরিনমারা, কুম্ভরাম, ত্রিপুরা পল্লী সহ আশ পাশের এলাকা গুলাতে প্রায় ৯০০ পিছ কম্বল, ২০০ শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং এতিম শিশুদের শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ০২০৪ এর সদস্য মোজাম্মেল হক অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ণব বড়ুয়া, ফয়সাল অভি, আরিফ মাহমুদ, আলী হায়দার স্বাধীন, অর্পিতা পাল, জিকু চৌধুরী, হাসিবুল করিম চৌধুরী, সরওয়ার উদ্দিন, ঊর্মি বড়ুয়া, ইয়াছিন, জনি ঘোষ, শীলা তাহের, সোহাগ সাঈদ, আক্তার হোসেন এলিট, আবদুল্লাহ আল মাহমুদ, সরওয়ার উদ্দিন, হাসান মেহেদী, বিজয় মজুমদার, খায়রুল খোমেনী প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাঁরা সমাজে মোটামুটি ভালো অবস্থানে আছেন তাঁদের লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা। আমি ‘০২০৪ বাংলাদেশ’ পরিবারের একজন হয়ে সাধারণ মানুষের জন্য কিছু করার অংশ হতে পেরে গৌরব বোধ করছি।