মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) প্র-পৌত্র ও বেলায়তের উত্তরাধিকারী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ৩৫তম বার্ষিক ওরশ শরীফ স্মরণ ও রাহবারে আলম আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)র মমতাময়ী আম্মাজান উম্মুল আশেকীন মা মনোয়ারা বেগম (রা.) ২য় ওফাত বার্ষিকী স্বরণে উৎসর্গকৃত “মজেছি তোমারে প্রেমে ও নিশী অবসানে” শিরোনামে দুইটি ডিভিডি’র মোড়ক উম্মোচন করা হয়েছে।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ট্রাস্টি, মাইজভান্ডার শরীফ গাইছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.) গতকাল গাউছিয়া হক মঞ্জিলের ভিআইপি মিলনায়তনে ডিভিডি দুইটির মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন গীতিকার লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সুরকার সৈয়দ জাবের সরওয়ার,
শিল্পী নয়ন শীল, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সংগঠনের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সহ-সভাপতি রুবেল শীল, বিজন শীল, নারায়ন আচার্য, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, অমর শর্মা, ঝুমুর সর্দ্দার, কৃষ্ণ বৈদ্য, নিলু দাশ, সজীব আচার্য, কলিঞ্চ দাশ, প্রিন্স দাশ, সুপ্লব দত্ত, অভিবসু মল্লিক, দ্বীপ আচার্য, মানিক বড়ুয়া ও সংগঠনের কর্মকর্তাবৃন্দ। শেষে ডিভিডি দুইটির মোড়ক উম্মোচনকালে এর সাফল্য কামনা করে করেন তিনি।