বন্ধুত্বের বন্ধন থাকুক চির অমলিন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিরসরাইয়ে এসএসসি ব্যাচ-২০১২ এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়ায় দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার প্রায় দুই শতাধিক সদস্য এই মিলনমেলায় উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সবাই একই সুরে গায় জাতীয় সংগীত। ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে দোয়া কামনা করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল পরিচিত পর্ব, বেলুন ফোটানো, মিউজিক্যাল চেয়ার, মধ্যাহ্ন ভোজ এরপর দেয়া হয় নামাজের বিরতি
দ্বিতীয় পর্ব শুরু হয় মিলনমেলার কেক কেটে। ব্যাচের বন্ধুদের নিজের কণ্ঠে গাওয়া হয় বিভিন্ন গান, পরিবেশন করা হয় কৌতুক, কবিতা। অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নেচে-গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা।
ব্যাচ’১২ এর বন্ধুরা বলেন, উপজেলা বিভিন্ন স্কুলের এসএসসি সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সবাই যার যার স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি ও বন্ধুদেও আড্ডা ছিল খুবই প্রাণবন্ত। ভবিষ্যতে আরো ভালো ভালো প্রোগ্রাম প্রত্যয় ব্যক্ত করেন তারা।