“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় মীরসরাইয়ে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে দশটায় ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সাইদ মাহমুদ, মীরসরাই থানার ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মোহাম্মদ নুর সহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুধীজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, আপনাদের যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা সকলেই ভোটার হয়ে যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি রোহিঙ্গারা যেন কোন ভাবেই আমাদের দেশের নাগরিকত্ব লাভ করতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর ভোটাধিকার প্রয়োগে আমরা যদি যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি তাহলেই আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।