স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা রোববার (২৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও উপজেলা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া আদালতের সিনিয়র সহকারী জজ জয়ন্তী রাণী রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আবদুর রউফের সঞ্চালনায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম সুজা উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম, আইনজীবি বঙ্কিম চন্দ্র দাশ, আবদুল কুদ্দুছ মানিক, নুরুল আলম চৌধুরী, আবু বক্কর চৌধুরী, রিংকু দাশ, নির্মল কুমার বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, কারিতাস রাঙ্গুনিয়া কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক বিজন দে, প্রত্যাশী রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক বিপ্লব দাশ, আইনি সহায়তা পাওয়া মো. হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি আইনি সহায়তার সফল বাস্তবায়নেন জন্য সচেতনতা বাড়াতে হবে। সরকারি আইনি সহায়তার প্রচারণা বাড়াতে হবে।