রাঙ্গুনিয়ায় প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হয় উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সহায়তায় এবং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই ইফতার মাহফিল চলবে ৩০ রমজান পর্যন্ত।
যেখানে অংশ নেন বাজারে আসা পথচারী, সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মীরা এতে অংশ নেন। প্রতিদিনের এই ইফতার মাহফিলের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এবং এনএনকে ফাউন্ডেশনের পরিচালক এরশাদ মাহমুদ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ দলীয় নেতা-কর্মী ও সাধারণ রোজাদারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবছর এটি চালু রাখাসহ এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, বিকাল হতেই রাজারহাট বাজারে আসা পথচারী, ভ্রাম্যমাণ সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীরা সবাই জড়ো হতে থাকেন পদুয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। আয়োজকেরা ব্যস্ত হয়ে পড়েন ইফতার সামগ্রী প্রস্তুতে। এরপর শুরু হয় দোয়া ও মিলাদের। পরে আজান দিতেই সবাই এক কাতারে বসে পড়েন ইফতার গ্রহণের জন্য।
এই ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি জানান, রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ এর বিশেষ পরামর্শে এবং সহায়তায় এই আয়োজন প্রথম রমজান থেকে চলমান রয়েছে। সবার সাথে শুরু থেকেই প্রতিদিন তিনি একসাথে ইফতার করেন এবং শেষদিন পর্যন্ত করবেন বলে জানান। প্রতিবছর রমজানে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।