রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাসকে এবার সমর্থন জানিয়েছে উপজেলা যুবলীগ। শুক্রবার (৩ মে) বিকালে এই উপলক্ষে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য আবুল কালাম আজাদ, ইলিয়াস কাঞ্চন চৌধুরী, উত্তরজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ পারভেজ প্রমুখ।
উল্লেখ্য উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেম চিশতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসেনে আরা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত শেখর বিশ্বাসের সমর্থনে উপজেলা যুবলীগ ছাড়াও এরআগে উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা লীগ বিশেষ বর্ধিত সভা করেছে। নির্বাচনে ‘তালা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থী হলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।