যে কেউই পানিতে ডুবে যেতে পারে কারো পানিতে ডুবে যাওয়া কাম্য নয় এ প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস পালিত হয়েছে।
কর্মশালায় মূল প্রবন্ধ ছিল, পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহার যোগ্য, প্রয়োজন সচেতনতা ও তদারকি, পানি থেকে সূরক্ষা কৌশল এবং শিশু উন্নয়ন কর্মসূচি।
এ উপলক্ষে ২৬ জুলাই সকালে সন্দ্বীপ উপজেলা সারিকাইত ইউনিয়ন পরিষদের এক কর্মশালায় আয়োজন করে ডিজাস্টার এ্যাকশন এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজার( দাদু) এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যাগের প্রধান ও দাদুর নির্বাহী ড. ইদ্রীস আলম।
এতে সভাপতিত্ব করেন সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, মমতাজ উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আলমগীর, সারিকাইত ইউনিয়নের বিবাহ ও নিকাহ রেজিষ্ট্রার কাজী ফসিউল আলম, মাওলানা দেলোয়ার হোসেন, মাস্টার সাইফুল ইসলাম, সমাজকর্মী নুরনবী ভুট্টো, উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সারিকাইত ইউপি সদস্য সুলতান লিটন, আতাউল কাজেম , মোঃ ইসমাইল, কাজী ফোরকান উদ্দিন, আবদুল মান্নান, সাইফুল ইসলাম, সমাজকর্মী আতাউল মেহরাব, সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা।
বক্তরা পানিতে পড়ের শিশুর মুল কারণ হিসাবে শিশু মৃত্যুর কারণ বয়স্কদের তত্বাবধানের অভাব, শিশু পরিচর্যা কেন্দ্রের অভাব, উচ্চ দারিদ্র্যতা ও নিরক্ষতা, পুকুর জলাশয়ের আধিক্য, পুকুর ও জলাধারে নিরাপত্তা, সাতার না জানা হিসাবে মন্তব্য করেন।