পারফরম্যান্স বেজড গ্র্যান্ট সেকেন্ডারি ইন্সটিটিশনস (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) সন্দ্বীপ উপজেলার PBGSI স্কিমের আওতায় দিনব্যাপী ওয়ার্কশফের প্রশিক্ষন কর্মশালা ২৯ মে সোমবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলার কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি।
সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজমের সঞ্চালনায়
ওয়ার্কশপে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডাক্তার মোঃ শাহাজাহান, মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবি হাই স্কুলের সভাপতি শামসুল মাওলা, কাটঘর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাজির আহম্মেদ, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, বাউরিয়া জিকে একাডেমির সভাপতি নাদিম শাহ আলমগীর, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, গাছুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান,শিক্ষক জয়নাব বেগম, সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসা সুপার হালিম উল্ল্যাহ, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মোঃ সেলিম, উপস্থিত ছিলেন সন্দ্বীপের ৩৭ টি মাধ্যমিক হাই স্কুল ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারি প্রধান শিক্ষক সুপার, স্কুল ম্যানজিং কমিটির সভাপতি মাদ্রাসার সভাপতি পিটিএ সভাপতি বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বমোট ১০০ জন শিক্ষকের প্রশিক্ষন করা হয়।