হাটহাজারীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
সোমবার(১২ডিসেম্বর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলম।
অনুষ্ঠানে দিবসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনান (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সহকারী প্রোগ্রাম অফিসার খালেদ মোশাররফ ও উদ্যোক্তা নূরু উদ্দিন পারভেজ প্রমূখ।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।