চট্টগ্রাম 10:06 am, Saturday, 12 July 2025

কাছিয়াপাড় সামান্দের মসজিদ নির্মান কাজ চলছে; সহযোগিতা কামনা এলাকাবাসীর

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় ৩নং ওয়ার্ডে সামান্দের গো মসজিদটি দীর্ঘ দিন অর্থের সংকটে নিমার্ণ করা যাচ্ছে না ।

বছরের পর বছর মুসল্লীদের নামাজ পড়তে কষ্ট হতো
ছোট একটি ঘরে মুসল্লীগন নামাজ আদায় করতো ।
২২শে ফেব্রুয়ারি শুক্রবার  দুইজন সংবাদকর্মী মসজিদ নির্মান কাজ পরিদর্শন করেন।

ঐসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ারসহ এলাকা গন্যমান্য বক্তিবর্গ।
সমাজের দানশীল ব্যক্তি উদ্দেশ্য মসজিদ কমিটির সভাপতি বলেন এই মসজিদটি বর্তমান ১২টি পিলার তোলার পর বাকিকাজ অর্থিক সংকটে করা সম্ভব হচ্ছে না। বর্তমান যে ঘরে নামাজ কায়েম করা হচ্ছে ওখানে বৃষ্টি আসলে পানি পড়ে যার ফলে মুসল্লীগন ঠিক মত নামাজ আদায় করতে পারে না। তিনি জানান মসজিদ পুর্ণ নিমার্ণ করতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। সমাজের দানশীল ও বিত্তশালী লোকেরা এগিয়ে আসলে নিমার্ণ কাজ সহজ হবে।

মসজিদের খতিব বলেন মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ‘মসজিদ মূলত আল্লাহর ঘর।’ ‘আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার।’তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার সম্পর্ক।

আল্লাহর ঘর মসজিদ নির্মাণ এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো  মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।  ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।

মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগী করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন। তিনি সর্বশেষ তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে। সকালের সহযোগিতা পেলেই নিমার্ণ কাজ দ্রুত ও সহজ হবে।

সহযোগিতা জন্য আবেদনের ঠিকানা হারামিয়া ৩ নং ওয়ার্ড,কাছিয়াপাড়,সন্দ্বীপ।।যোগাযোগ মসজিদ কমিটির অর্থ সম্পাদক সোহেল মাহমুদ বিকাশ / নগদ -01882-752430.

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই ট্র্যাজেডির নিহতদের শোক ও শ্রদ্ধায় স্মরণ

কাছিয়াপাড় সামান্দের মসজিদ নির্মান কাজ চলছে; সহযোগিতা কামনা এলাকাবাসীর

Update Time : 05:50:35 pm, Saturday, 23 March 2024

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় ৩নং ওয়ার্ডে সামান্দের গো মসজিদটি দীর্ঘ দিন অর্থের সংকটে নিমার্ণ করা যাচ্ছে না ।

বছরের পর বছর মুসল্লীদের নামাজ পড়তে কষ্ট হতো
ছোট একটি ঘরে মুসল্লীগন নামাজ আদায় করতো ।
২২শে ফেব্রুয়ারি শুক্রবার  দুইজন সংবাদকর্মী মসজিদ নির্মান কাজ পরিদর্শন করেন।

ঐসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ারসহ এলাকা গন্যমান্য বক্তিবর্গ।
সমাজের দানশীল ব্যক্তি উদ্দেশ্য মসজিদ কমিটির সভাপতি বলেন এই মসজিদটি বর্তমান ১২টি পিলার তোলার পর বাকিকাজ অর্থিক সংকটে করা সম্ভব হচ্ছে না। বর্তমান যে ঘরে নামাজ কায়েম করা হচ্ছে ওখানে বৃষ্টি আসলে পানি পড়ে যার ফলে মুসল্লীগন ঠিক মত নামাজ আদায় করতে পারে না। তিনি জানান মসজিদ পুর্ণ নিমার্ণ করতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। সমাজের দানশীল ও বিত্তশালী লোকেরা এগিয়ে আসলে নিমার্ণ কাজ সহজ হবে।

মসজিদের খতিব বলেন মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ‘মসজিদ মূলত আল্লাহর ঘর।’ ‘আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার।’তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার সম্পর্ক।

আল্লাহর ঘর মসজিদ নির্মাণ এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো  মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।  ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।

মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগী করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন। তিনি সর্বশেষ তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে। সকালের সহযোগিতা পেলেই নিমার্ণ কাজ দ্রুত ও সহজ হবে।

সহযোগিতা জন্য আবেদনের ঠিকানা হারামিয়া ৩ নং ওয়ার্ড,কাছিয়াপাড়,সন্দ্বীপ।।যোগাযোগ মসজিদ কমিটির অর্থ সম্পাদক সোহেল মাহমুদ বিকাশ / নগদ -01882-752430.