চট্টগ্রাম আয়কর বিভাগের উদ্যোগে ২০২১-২০২২ কর বর্ষে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর তরুন ক্যাটাগরীতে দীর্ঘ মেয়াদী সেরা করদাতা নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ও দুর্নীতি দমন কমিশন সীতাকুণ্ড উপজেলার সহ-সভাপতি ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন ভুঁইয়া।
গত বুধবার (২৮ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ব্যবসায়ী নাছির উদ্দিন ভূঁইয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মিজ সফিনা জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
ব্যবসায়ী নাছির উদ্দিন ভুঁইয়া পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেকের অবস্থান থেকে কর আদায়ের বিকল্প নেই। এটি প্রত্যেক নাগরিকদের উপর রাষ্ট্রের হক। একজন সৎ ব্যবসায়ী হিসেবে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে আরো অনুপ্রানীত করেছে।