চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবিতে) প্রথমবারের মতো স্ট্যান্ড আপ কমেডি উৎসব পালন করা হয়েছে। নগরের লাফ বাইট কমেডি ক্লাবের উদ্যোগে “কচুর ক্যাঁচাল” নামের এই ভিন্নধর্মী আয়োজন করা হয়।
রোববার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে চবি ডিবেটিং সোসাইটির সহায়তায় এই কমেডি উৎসব পালন করা হয়।
সেখানে পালাক্রমে কমেডি ক্লাবটির সদস্য ও কমেডিয়ান কামরুল হুদা দুর্জয়, সিয়াম সাদমান, তানভীর তাহের, সাঈদ রিজভী, সুস্মিত দে, কাইফি খান এবং চবি ভাষাবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুজহাত জাবিন সুমাইয়া স্ট্যান্ড আপ কমেডি পরিবেশন করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করে ক্লাবের যুগ্ম-প্রতিষ্ঠাতা ও কমেডিয়ান কাইফি খান। সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাঙ্গাত্মক পরিবেশনা দর্শকদেরকে মাতিয়ে তোলে।
গত বছর সেপ্টেম্বরে নগরীতে যাত্রা শুরু লাফবাইট কমেডি ক্লাবের। এ পর্যন্ত বিভিন্ন জায়গায় কমেডি উৎসবের আয়োজন করেছে ক্লাবটি। প্রতিসপ্তাহে ক্লাবটি নগরের মেহেদীবাগে প্রহর আবৃত্তি একাডেমিতে ‘ওপেন মাইক’ পরিচালনা করে যেখানে যে কেও এসে অংশগ্রহণ করতে পারেন।