হাটহাজারী থেকে ছিনতাই হওয়া ব্যাটারী রিকসাসহ মো.ওসমান গণি (২৪) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক ওসমান গনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর দোহারহাট বেচু ডাক্তার বাড়ীর মো.জাফরের পুত্র। বর্তমানে সে বায়েজিদ বোস্তামী থানার ৩ নং ওয়ার্ডস্থ বটতল নয়া মাজারের সামনের গুরা মিয়া হাসপাতালের পাশের নয়া মসজিদের ইমামের ভাড়াঘরে বসবাস করছিলো।
শুক্রবার (০৯ জুন) রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ গণমাধ্যমকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার ০৯ জুন দিবাগত রাতে নগরীর নয়া বাজারের বটতল এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে হাটহাজারী উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমান বাজার – নেয়ামত আলী সড়কের লালা চন্দ্র বিলের সেতুর উপর থেকে একটি ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই হয়। এই ঘটনায় মোশাররফ হোসেন (৬০) পিতা , উপজেলার ১২ নং চিকনদন্ডি ইউপির ৭ নং ওয়ার্ডস্থ আমানবাজারের যুগিরহাট বাচা মিয়া সওদাগরের ভাড়া ঘরের বাসিন্দা মোশাররফ পিতা মৃত আব্দুল মোতালেব বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪(৪) ২৩। ওই মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত কাজ শুরু করলে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাই কাজে জড়িত আসামী মো.ওসমান গনি পিতা মোঃ জাফর সাং নগরীর বটতল নয়া মাজারের সামনে নয়া মসজিদের ইমামের ভাড়া বাসা থেকে আটক করে তা দেযা তথ্য মতে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করে ।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, আটককৃত ওসমান গনিকে শুক্রবার বিকালের দিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।